STORYMIRROR

Chandrane Das

Abstract Tragedy Others

3  

Chandrane Das

Abstract Tragedy Others

সময়ের প্রতিঘাত

সময়ের প্রতিঘাত

1 min
258

আপনত্বের মুখোশ টেনে

যারা ঘুরে বেড়ায়

কাছে - দূরে,

সময় ঠিক বাতলে দেয়

কে কতটা আপন 

আর কে কতটা কাছের।


তাই ভালো- মন্দের, দোহাই দিয়ে,

যারা করছে শুধুই, মানষিক অত্যাচার,

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে

যারা করছে, তোমায় ব্যবহার -----

সময় ঠিকই ছিঁড়ে দেয়,

সুযোগ সন্ধানী বেশধারীর

সকল ছদ্মবেশ।


আর যারা মুখে মুখে

প্রশংসায়, হচ্ছে পঞ্চমুখ ,

অথচ মনে মনে  

হিংসার বিষ ঢেলে

ছক কষছে, অহর্নিশ---

সময়ই ঠিক বুঝিয়ে দেবে,

সেই সকল বন্ধুত্বের

স্থায়িত্বের পরিশেষ।


অথবা অসহায়ত্বের ছলনা দিয়ে, যারা

করে চলেছে, অবিরত শোষন,

যাদের মুখ মিষ্টি ব্যবহারে

ঠিক - ভুলের, হিসেব বোঝা কঠিন,

সময় একদিন আসবে ধেয়ে

ছিন্ন করতে, তাদের সকল 

মুখোশের এই আভূষন ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract