চরম উন্মাদনা
চরম উন্মাদনা
1 min
357
বিপ্লব ডেকে আনে মনে চরম উন্মাদনা
তোমার নরম ঠোঁট আর জীবন্ত ওই দেহ
তোমায় পাওয়ার আশায় বাঁধি খেলাঘর
তুমি আমার পরম চাওয়া, জীবন্ত জীবাশ্ম ।
নাম ধরে ডাকেনা আর ঠোঁট,
থাকেনা মন আপন বাহুডোরে,
বলবান বলশালী তোমার চোখ
চরম উন্মাদনা জাগায় এ মনে...
তুমি নিষ্ঠুর পাষাণ হয়ে দাঁড়িয়ে রও
চোখের চাহনিতে না বলা কথা কও
শরীর ছোঁয়ার শিহরণ টুকু কেবলি সান্ত্বনা
তোমার ঠোঁট শিহরিত, চরম উন্মাদনা।