ভালোবাসা আর প্রেম
ভালোবাসা আর প্রেম


সোহাগ আমার মাটি ছোঁয়
তোমার প্রেমের আকাশের খোঁজ
ভালোবাসারা কাঙাল সেজে
ভিতরে ভিতরে মরে রোজ।
অবাক হয়ে তাকিয়ে দেখি
তোমার উচ্চাকাঙ্ক্ষা উর্ধ্বমুখী
ভালোবাসারা নিচে থেকেই
নিজেকে ভাবে স্বর্গসুখী।
তোমার প্রেমের ছোঁয়াচে রোগ
যখন তখন সবার গায়ে
ভালোবাসা আমার হাসি মুখে
একা একাই বেঁচে যায়।
প্রেমের গোড়া আলগা ভীষন
কখন জানি উপড়ে যায়
ভালোবাসা আমার কষ্টের বীজ
আপন মাঝে শান্তি পায়।
চমকপ্রদ অসাবধানতায়
ভুলের ডগায় জমে কষ্ট
ভালোবাসা আর প্রেমের বোধহয়
বিভেদটা তাই স্পষ্ট।।