Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Raj Mahato

Drama Romance Tragedy

4.3  

Raj Mahato

Drama Romance Tragedy

মানতে শিখে গেছি....

মানতে শিখে গেছি....

2 mins
104


তোমার ফিরে না তাকানো গুলো

আর কষ্ট দেয়না আমায়,

গোছাতে গিয়ে যখন বড় একটা চুল পাই

তোমার পরা জামায়,

বিশ্বাস কর কষ্ট হয় না আর

জল‌ও বেরোয় না চোখ থেকে

হয়ত আমি মানতে শিখে গেছি।।


আমার বানানো সরষে ইলিশ

খুব ভালোবাসতে তুমি,

বাজার থেকে খাঁটি ইলিস খুঁজে তাই

এখনও মন দিয়ে বানাই আমি,

না একবার‌ও আর বলোনা তুমি

উফফ কি অপূর্ব হয়েছে ভূমি

বিশ্বাস কর তুমি খেয়ে উঠে গেলে

কাঁটাগুলো গুছিয়ে নিই কেবল

হয়ত আমি মানতে শিখে গেছি।


আগে যখন শপিং এ যেতাম

তুমি নিজে পছন্দ করে

আমার সব কিনে দিতে,

কিন্তু এখন আমাকে একাই যেতে হয়

পারিনি হয়ত ভালোবাসতে তোমায়

আগেভাগে চিনে নিতে।

বিশ্বাস কর নিজের ব্যাগটা নিজেই 

বয়ে নিই এখন,

হাত থেকে কেড়ে ভালোবাসা দেখানোর

তুমি,এখন অনেক দূরে,

তবুও কোন আক্ষেপ নেই আমার

হয়ত আমি মানতে শিখে গেছি।


রবিবার হলেই লেকে যেতাম আমরা

মনে পড়ে তোমার?

তোমার বাইকের পিছনে বসে জড়িয়ে 

ধরতাম তোমায়,তুমি আর‌ও একটু

পিছনে আসতে সরে,

ছোঁয়া পেতে আমার।

আর বসা হয়না তোমার বাইকে

সেই সিটটা এখন অন্যের হয়েছে

রবিবার গুলো একা‌ই কাটে আমার

আমার স্বপ্নের পুরুষ যে

অন্যের ভালোবাসা পেয়েছে।

আর তেমন কষ্ট হয়না গো

হয়ত আমি মানতে শিখে গেছি।


হাজারো লোকের মাঝে যখন

আমার চোখ শুধু তোমায় খোঁজে,

বন্ধুদের সাথে ব্যাস্ত থাকো তুমি

জল এসে যায়

শুকনো চোখের ভাঁজে।

তোমার হাতে তখন লালের গ্লাস

আমি তখন একা বিষণ্ণতায়

তুমি তখন খুশির আমেজ মাখা

একাকিত্ব ঘেরে হঠাৎ আমায়,

না, কিছুই রিয়াকশন দেখাই না আমি

জানি আমার থেকে তোমার কাছে

অন্য কিছু দামী,

তাই মুখ ফিরিয়ে ব্যাস্ত করি নিজেকে,

হয়ত সত্যি আমি মানতে শিখে গেছি।


প্রতিদিন যখন রাতের বিছানায় -

মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ো তুমি

আমার যৌবন খোঁজে তোমায় তখন

একটু ছোঁয়াও অনেক বেশি দামি।

দু একবার ছুঁতে গেছিলাম তোমায়

হাতটা আমার সরিয়ে দিলে যখন

বুঝলাম আমি পুরানো হয়েছি এবার

নতুন মানুষ খুব প্রিয় তোমার এখন,

তোমার দিকে তাকিয়ে কাটে রাত

না পাওয়ার আক্ষেপগুলো 

ভিড় করেনা আর,

কষ্টে বুক ফাটে আমার যখন

মুখ ফাটেনা একটিবার‌ও তখন। 

হ্যা সত্যি বলছি তোমার দিব্যি খেয়ে

হয়ত আমি মানতে শিখে গেছি।



Rate this content
Log in

More bengali poem from Raj Mahato

Similar bengali poem from Drama