উঁকি
উঁকি


রোজ রাতে আমার একলা ঘরে
হঠাৎ উঁকি দিয়ে যাস,
আচ্ছা খোলসা করে বল দিকি
তুই আসলে কি চাস?
তোর এই স্বভাবে আমার
মনটা পোড়ে বারবার
অন্দর মহলে ব্যাপক সাড়া
উথাল পাথাল ছাড়খাড়।
দিয়ে যাস একরাশ
ভালোবাসা ঘেরা বাতাস,
আচ্ছা খোলসা করে বল দিকি
তুই আসলে কি চাস?