কালি হওয়ার পালা
কালি হওয়ার পালা
রক্তবীজ ভর করেছে চাঁদে
তাদের হয়েছে অসীম সাহস
নিস্তব্ধ হয়েছে মোহ চাঁদের
নিরলস প্রচেষ্টায় আজ সে সর্বহারা,
পৃথিবী গেছে ধরাতলে
মর্মার্থ সর্বার্থ গিলেছে অসুর
মানুষ নামের পশুরা সব
জেগে উঠেছে আকাশ মাঝে।
তারাগুলোও কাঁপছে কেবল
জোৎস্নার আজ ভীষণ ভয়
আলোর খোঁজে সূর্য ঘুরছে
রাহুর কবল থেকে সে মুক্ত নয়।
পৃথিবী তুমি সামলে রাখো তোমার আকাশ
পাপের ঘড়ায় দিশেহারা,
পুরো মহাকাশে কেবল ধর্ষনধ্বনি
চিৎকার, তারা আজ সর্বহারা।
নকল পুরুষত্ব জেগে উঠেছে
বইছে দেখো রক্তের নালা
চাঁদ সৌন্দর্য বাঁচিয়ে লাভ নেই
এবার তোমার কালি হওয়ার পালা।