নতুন উমা
নতুন উমা


শরতের পেঁজা তুলোর মাঝে
উড়তে চেয়েছিল সে,
কাশবনের সবুজ সাদায়
মিশতে গেছিল সেদিন,
ওই যেদিন ওর ওই সব্বনাশটা হল-
মায়ের আগমনীর শোনার আগে
এক থাপ্পড়ে কান থেকে তার রক্ত ঝড়ছিল,
হঠাৎ করেই কেমন যেন মায়ের কথা
বড্ড মনে পড়ছিল,
"যাসনে এই ভর দুপুরে কাশবনেতে উমা
যে আসার সে এমনিই আসবে,
জগৎ সেদিন আনন্দধারায় ভাসবে।"
মায়ের কথা অমান্য করে
নদী পাহাড় ঘুরে ফিরে
কাশবনেতে আসলো যখন
অসুরের দল সুযোগ বুঝে
শরীরটা ছিঁড়ে খেল তখন।
চোখ বুজিয়ে যন্ত্রনাতে কাতর -
আমার উমা, মুখ ফেটেছে
রক্ত তখন বইছে শরীর পরে,
মাটির উমা সাজছে তখন
সোনা রুপার ঘরে।
(২)
কোলাহলের মাঝেও তখন
ঢাকের আওয়াজ তুমুল,
কাস্তে হাতে রণ চন্ডী
খেলানো মাথার চুল,
বক্ষে কেবল আঁচলখানি
নিম্ন অঙ্গ ফাঁকা,
কাটাকুটির মাঝে কেবল
রক্ত দিয়ে ঢাকা।
(৩)
অসুর বিনাশ হয়েছে আজ
কাটা মুণ্ড মায়ের পায়ে
ফিনকি দিয়ে রক্ত কেবল
অসুরের রক্ত উমার গায়ে,
হয়েছে সব কষ্ট নিধন
অত্যাচারের শেষ সীমা,
কাস্তে হাতে উলঙ্গ তুমি
নব যুগের নতুন উমা।