বধূ বেশে বেশ্যা
বধূ বেশে বেশ্যা
চিরাচরিত প্রথায় আবদ্ধ হয় ভালোবাসা
ঠোঁটে তখন বোরোলিনের গন্ধ
শক্ত প্রেমে রাতের বালিশ ভেজে
চাদরটা তখন হাতের মুঠোয় বদ্ধ।
শরীর তখন কেবল ভোগ বস্তু
বধূবেশে বেশ্যা সেজে চিৎ হয়ে থাকে,
চেনা বিছানায় অচেনা ভালোয় ভরা -
আতরের নয়, চুমুতে সে সুরার গন্ধ মাখে।
ফুলশয্যার মাঝেই হয়
বিনা নালীশের ধর্ষন -
আঁচড়ে কামড়ে শরীর ছেঁড়ে -
চোখ চায় যে কেবল বর্ষন।
তবু সেজে সতী, নির্লজ্জ বুকের খাঁজে
লুকিয়ে সে নিজেকে
প্রতি রাতে তার বেশ্যা সাজা
হয় যে আপন দেশে।