দোসর
দোসর


আমার সুখ চাইনা
আমার বিলাস চাইনা
তুমি শুধু থেকো দু’চোখ ছিটিয়ে আমার পাশে ।
ভালোবাসা বৃষ্টি নিয়ে নামুক
ভালোবাসা সৃস্টি হয়ে থাকুক
হৃদয়ের দোসরে তৃষ্ণার মন্থন অমৃতের মতো নির্বিশেষ নিয়ে ।
আমার চাঁদ চাইনা
আমার জোৎস্না চাইনা
তুমি শুধু থেকো আকাশ বিছিয়ে আমার পাশে ।
ভালোবাসা বাঁশি হয়ে বাজুক
ভালোবাসা সঙ্গী হয়ে থাকুক
হৃদয়ের দোসরে দু’হাত বাড়িয়ে অন্ধের মতো নিষ্পলক চেয়ে ।