চোখ বুঁজে চাইতে থাকো
চোখ বুঁজে চাইতে থাকো


ডোবাতে কলস ভরি
ডুব ডুব ডুব,ডুব
অং বং চং ঈশ্বরেরা
থাকেন উত্তরপুব ।
কলসে পঞ্চপত্র
ওপরে কাঁঠালি কলা
চোখ বুঁজে চাইতে থাকি
যাবতীয় না-বলা।
অনেক রকম খিদে তেষ্টা
অনেক গোপনতা
ঈশ্বর শোনেন সবই
বলা যায় সব কথা।
ওরা সেতুতে তালা বাঁধে
আমি বাঁধি ঢিল গাছে
কেউ কেউ হাতে তলোয়ার
ঈশ্বর হয়ে নাচে ।
ভেবেছি ভস্ম মেখে
বশ্যতা মেনে নেব
পাপে তাপে ময়লা শরীর
সাগর দিয়ে ধোবো।
এক ঝোরা ডিউ স্লিপ ছাড়া
কি দিয়েছেন কি?
হাততালি পেল টাকা পয়সা
আমরা পেয়েছি ছিঃ।
তবু বিশ্বাসে মিলায় বস্তু
তর্কেতে আধখানা
প্রনামি বাক্সে শব্দ সমেত
দিয়েছিতো ষোলআনা।