চলে গেছ বহুদিন
চলে গেছ বহুদিন


চলে গেছ বহুদিন,
চোখের কোলের ওই অন্ধকারটুকু
তারায় তারায় ছড়িয়ে দিয়ে গেলেনা?
কথা ছিল উপন্যাসের অপেক্ষা বুকে রেখে
কবিতার রেশ মেখে হেঁটে যাব আমরা,
আমাদের নিজেদের ছায়াপথ এঁকে ;
ক্লান্তি এসে জড়িয়ে নিলো বুঝি তোমার দুচোখ?
বিরহের স্নেহচুম্বনে অন্তিম মিলনের পর,
আর কতখানি, আর কতদূরে গেলে
পাবো তোমায়? বলতে পারো?