ফুরিয়ে যাওয়া লালচে আলোয়
ফুরিয়ে যাওয়া লালচে আলোয়
ফুরিয়ে যাওয়া লালচে আলোয়
নিয়ন জড়ানো শহর
অলৌকিক রূপকথার মত,
শুধু স্বপ্নে বেঁচে থাকে।
প্রতিদিনের সূর্যোদয়ে হুঁশ
ফেরে,মাঠে যেতে হবে,
তপ্ত হতে হতে বুনতে হবে
ভবিষ্যতের রসদ;দিন শেষে
দাঁড়াবে এসে বাড়ির
তুলসীতলায়, কপালে হাত
ছোঁয়াবে, আরো একটু
ভালো থাকার আশা নিয়ে।
সকালের রেডিওর আগাম
সতর্কবার্তা ভেসে আসবে,
তবু মাঝসমুদ্রের জোলো গন্ধে
মন পাড়ি দিতে চাইবে বহুদূর,
যেখানে আকাশের বুকে
ঘন নীল মিশবে আর
<p>ট্রলারের জানলা দিয়ে নাম
না জানা তারা দেখতে দেখতে
মনে হবে ঘরের একরত্তিটা
কেমন আছে এখন?
তীব্র আলোয় উজ্জ্বল রাস্তায়
গাড়ির স্রোত; বিকেল এখানে
এককোণে পড়ে থাকা সুয়োরানির
মত, যার কাছে ফিরতে চেয়ে
চোখ ধাঁধিয়ে যায় ক্লান্ত পাখির,
সন্ধে নামে নিজের অবকাশে,
ফেরার রাস্তায় জমে পথচলতি ভিড়।
চুপিচুপি কেমন আঁধার নামে,
তোমার আমার সবার নিজের কাছে,
মনখারাপের লালচে আলোয়
ফুরিয়ে গিয়েও সে, বিকেল
কোথাও যেন নিজের মত বাঁচে।