অষ্টমঙ্গলা
অষ্টমঙ্গলা


চেনা রাস্তা,চেনা ঘর,
চেনা মানুষ,তবু অচেনা।
আশৈশব স্মৃতির সাথে আড়ি ;
মনখারাপের বাসর, আলোর রোশনাই,
পাশাপাশি হেঁটে এসে এখানে হাজির।
মায়ের আঁচল মাখা দিন,বারান্দার গল্পরা
চুপচাপ, সবাই বেশ হেসে হেসে
"কি রে,কেমন আছিস?"
জিজ্ঞাসা করেছে; মুখ লুকিয়ে
সুখ দেখিয়ে,পাশ কাটিয়ে,
নিজের মুখোমুখি দাঁড়িয়ে কেউ।
গানের খাতা,শখের পাতাবাহার,
সেই কোন এক মেয়েবেলার বিনুনি
বাঁধা পুতুল,আপন হয়েও আজ
যেন নিজের নয়,'বাপের বাড়ি'র ছোঁয়া,
শিকড় ছেঁড়া মন ফিরেছে আজ,'অষ্টমঙ্গলা'।