মৃতপ্রায়
মৃতপ্রায়
মৃতপ্রায় তারার ঠোঁটে ম্রিয়মাণ হাসি,
তার চোখে বিগতযৌবনা লালিমার জ্যোতি;
বারবার জ্যোৎস্না রাতে শুধু ভুল হয়ে যায়,
মেঘছায়ায় রামধনু এঁকে লজ্জাস্নাত আকাশে মিলায়।
জন্মের মধ্যে শত জনম জড়িয়ে, অমোঘ লিখনে
আরো এক জনমের অঙ্গীকার তার প্রলয়ঙ্কর অন্তিমে;
মৃত সে যখন,কৃষ্ণপ্রিয়া;তার বাহুডোরের দুর্নিবার আকর্ষণে,
পুঞ্জীভূত মহাশূন্যের শূন্যতা আরো প্রকট হয়ে ওঠে।
সময় গণনাক্ষেত্রের অচলায়তন তার নির্বাসন কুটির,
সমাজবিচ্ছিন্না বাসিন্দার মনসায়রে অবহেলার দুঃখ নিবিড়।
স্তূপীকৃত বর্জ্যের স্রোতে প্রায়শই অবরুদ্ধ,
তবু গঙ্গাজল পবিত্র যেমন অটল বিশ্বাসে,
সেও তেমন ভাবে ,তার একলা ঘরে এসে কেউ
অনুভূতির দীপ জ্বালাবে চিরকাতর অভিমানে।
তাই হয়তো ডেকে ফেলে, তার অবাঞ্ছিত আহ্বানে,
অনির্দিষ্টকালের বন্দিদশায় নিত্যনতুন মিত্র সন্ধানে।
কত ছায়াপথ হারিয়ে যাবে, কত সহযাত্রীর খোঁজ নেই
নীরবে তার মহাপ্রস্থান, বিয়োগান্তক নাটকের শেষ দৃশ্যেই।