শীতকালের বৃষ্টি
শীতকালের বৃষ্টি


শীতকালের বৃষ্টি, কফিকাপ আর তুই
আলসে অবসরের মেঘলা দুপুরে ছুঁই।
বাষ্পভেজা ইচ্ছেরা সব পাহাড়ের সারির মত,
শুধু দূর থেকে চেয়ে থাকি, কাছে যাওয়া মানা।
জমে থাকা ছুটির লিস্ট, জড়সড় গল্পের বই ;
তোর সঙ্গে হারিয়ে যাওয়ার ঠিকানা।
বৃষ্টি হলে শিশিরও বুঝি মুখ ফেরায়;
যেমন তোর মেঘভাঙা অভিমান,
বুঝে আমি নিজেকে জড়াই প্রতিদিন,
তোর ওই আদরে মান ভাঙাবার আশায়।
টুপটাপ ঝরে পড়া শীতের সকাল জানে,
রোদেলা আরামের মাঝে একটু ধুমায়িত কফি
আর বৃষ্টিধোয়া তোর মনের মানে।