চকলেট স্টোরি
চকলেট স্টোরি
তোমার সাথে পরিচয় কবে? আমার মনে নেই-
তবে, আমি চিনি তোমায় বহুদিন,
সে কথা তুমি কি জানো !
আকর্ষণীয় তোমার রূপ,
মায়াময়ী তোমার হাতছানি,
কেউ কি পারে নিজেকে বেঁধে রাখতে,
ধরা দেয়ে তোমার হাথে।
হিমঘরে তুমি লাবণ্যময়ি,
গাঢ় থেকে গাঢ় মিষ্টি তুমি-
তোমার হাথে ভালোবাসার জয়ধ্বনি।
কত না সাজে ধরা দাও তুমি,
ঠোঁটের পরশ পেলে এক নিমিষে-
সহজেই গোলে যাও তুমি,
কোন অতল আহ্বানে তৃপ্ত ভূমি।