চিঠি
চিঠি
প্রিয়
বিবেক
ঘুন ধরা সমাজের বুকে হুশ হারা মানুষ
চলছে অধিকারবোধের তীব্র লড়াই
হার-জিতের মাঝে মানুষ হয়েছে ফানুষ
গভীর রাতে যখন আমার তোমার শহর ঘুমায়
সে জেগে থাকে
লাল জলে গুলে ভুলতে থাকে না পাওয়ার হতাশা
আর থাকে কিছু ওষুধের মেলামেশা
হয়তো,এরপর ঘুমিয়ে পরে দুটো শারীরিক চোখ
কিন্তু, মন থাকে জেগে
চলে আরো নতুন কিছু পাওয়া-না- পাওয়ার হিসেব।।
ইতি
সময়