চিঠি লেখা
চিঠি লেখা


কাগজ কলম হাতে ধরে
চিঠি লিখি কেমন করে
মনে যে কিছু নাই পরে
তাকিয়ে বসে থাকি ঘরে
কি যে করি ভেবে আকুল
পাতা ভরা, ভুল সব ভুল
জানি তুমি আছো ব্যাকুল
আমার ভেসে গেলো দু কুল
কাগজ কলম হাতে ধরে
চিঠি লিখি কেমন করে
মনে যে কিছু নাই পরে
তাকিয়ে বসে থাকি ঘরে
কি যে করি ভেবে আকুল
পাতা ভরা, ভুল সব ভুল
জানি তুমি আছো ব্যাকুল
আমার ভেসে গেলো দু কুল