ছল
ছল


আস্থা ছিল প্রেমের নামে অসম্ভবের পথে
আসবে তুমি বীরের বেশে সয়ম্বরের রথে
তুচ্ছ সবই, গন্ডী বারণ নিয়ম নীতি প্রথা
ভাঙবে দুয়ার আপন তেজে বইবে খরস্রোতা
ভরসা ছিল দু'চোখ বুজে, স্পর্শসুখের পর
বালুর তীরে সাজিয়েছিলাম পুতুল খেলার ঘর
কানাকড়ি ভাসাই স্রোতে মিথ্যা পুজোর নামে
তোমায় রাখি আড়াল করে মনকেমনের খামে
ঢেউ জেগে রয় বুকের ভেতর, তারায় ভরা রাত
হঠাৎ দেখি আগলা মুঠো, নিঃস্ব আমার হাত
কোন পলকে হারাল সব চোখের আগল ভেঙে
প্রতিপদের কৃষ্ণকলি জ্যোৎস্না রঙে রেঙে
মেঘের দেশে ঘর বেঁধেছে, আমার সোহাগ নিয়ে
আমার চোখে প্লাবন নামে হাসির মোড়ক দিয়ে
খেলার শেষে শূন্য আঁকি, সিঁদুর ধোওয়া জলে
নিত্য দিনের গল্প এসব, ভালোবাসার ছলে