STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Action Inspirational

3  

Paula Bhowmik

Tragedy Action Inspirational

ছবি

ছবি

2 mins
261

আকাশপটে রঙীন মেঘের ছবি দেখা যায় হামেশাই। 

শান্ত দিঘীর জলে কখনো সেই দৃশ্য প্রতিফলিত হয়, 

এসব ব্যাপার দেখেই কিন্তু একথাটা আমার মনে হয়, 

ছবি তোলার বুদ্ধির কথা এসেছে মানুষের মাথায়। 

কখনো কখনো এমন কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়,

নয়ন মনোহর সেসব দৃশ্য থেকে যায় মনক্যামেরায়! 

স্মৃতির ভান্ডার রয়েছে যে আমাদের এই মাথায়।

এখানে হাতে সুইচ টেপার তো কোনো ব্যাপারই নেই,

ছবি উঠে যায় নিজেই, একটু মন দিয়ে তাকালেই।

দু দুটো ক্যামেরা পেয়ে গেছি জন্ম থেকে সকলেই,

কৃতজ্ঞ তো বটেই, ধন্যবাদ জানাবার ভাষা নেই।

তবে কখনও এমনও হয়, যে এই চোখ ভুল দেখায়,

দু চোখে যা দেখি, হতে পারে সেটা হয়তো সত্যি নয়।

অন্যের মন, দেখা যায় কি তার চোখের আয়নায় !

তবে মন দিয়ে দেখলে কিছুটা হয়তো বোঝা যায়।

হঠাৎ কোনো কোনো মানুষকে মনের কথা বলা যায়,

দু চোখ বুজেও তখন তার কথা বিশ্বাস করা যায়।

আসলে সব কিছু দেখে, তবে বিশ্বাস করা সম্ভব নয়,

আমরা সকলেই এ ব্যাপারে সত্যিই খুব অসহায়।

গাড়িতে যখন আমরা কোথাও কোনো গন্তব্যে যাই,

ড্রাইভারকে বিশ্বাস না করে আছে কি কোনো উপায়?

নিজেদের প্রাণ টা তো তাঁর ভরসাতেই ছেড়ে দিই !

কিন্তু তবুও হঠাৎ কি করে যেন দূর্ঘটনা ঘটে যায়,

তখন আমরা প্রায় সকলেই অদৃষ্টকে দোষ দিই।

বিপিন রাওয়াত হেলিকপ্টারে যে যাচ্ছিলেন সেদিন,

কেউ কি কল্পনা করতেও পেরেছিলো এমন দিন !

ইচ্ছে না থাকলেও এ দৃশ্য দেখা দেয় টিভির পর্দায়,

আপডেট থাকতে খবর না দেখেও নেই তো উপায়।

কষ্টের দৃশ্য ভুলতে মানুষ সব সময়েই তো চায়,

হাজার চেষ্টা করেও সে সব ছবি কি ভোলা যায় !

আসল কথা কোনো দৃশ্য ভোলার চেষ্টা করা মানেই, 

আবার, বার বার করে মনে করা সেই দৃশ্যটাকেই। 

তাই কোনো দৃশ্য ভোলার বৃথা চেষ্টা করা চলবেনা,

এটা তো জানা কথা যে, সকল দৃশ্যই সুখকর হয় না। 

মাথায় স্মৃতির জোয়ার ভাটার খেলা তো চলে সর্বদা! 

বিস্মৃতির পলি পড়ে হয়তো কখনো মুছে যাবে তা। 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy