ছাত্রদল
ছাত্রদল




আমরা শক্তি, আমরা ছাত্রদল,
ক্লান্ত দুপুরে, মোরা ঝড় বাদল।
চলার পথে মোরা ক্লান্তিহীন,
প্রাণশক্তি মোদের অন্তহীন।
শিক্ষা মোদের চলার বাহন,
তারেই নিয়ে মোদের জীবন ধারণ।
সংস্কারের শৃঙ্খল ভার,
ছিন্ন করি মোরা দুর্নিবার।
দৃঢ় পদে এগোই মোরা,
মোরা নতুন ভোরের শুকতারা।