চাবি
চাবি


যদি একটু এগিয়ে আসতে আরও
অথবা তোমার হাতটা বাড়িয়ে দিতে
স্বপ্ন সত্যি হত নিশ্চিত তবে
কিন্তু কেন যে এগিয়ে যাইনি নিজে
হাতটা বাড়িয়ে কেন কাছে টেনে নিইনি
সেই কথা ভেবে আজ আর কি হবে।
একটা কথায় হতই কেল্লা ফতে
বলব ভেবেও হয়নি সেকথা বলা
আজ সেই কথা বসে বসে শুধু ভাবি
সুযোগ হেলায় হারিয়েছি জানি বেশ
তালা খুলবার চেষ্টা করিনি কখনো
আজও পকেটে পড়ে আছে তার চাবি।