চাবি
চাবি

1 min

581
যদি একটু এগিয়ে আসতে আরও
অথবা তোমার হাতটা বাড়িয়ে দিতে
স্বপ্ন সত্যি হত নিশ্চিত তবে
কিন্তু কেন যে এগিয়ে যাইনি নিজে
হাতটা বাড়িয়ে কেন কাছে টেনে নিইনি
সেই কথা ভেবে আজ আর কি হবে।
একটা কথায় হতই কেল্লা ফতে
বলব ভেবেও হয়নি সেকথা বলা
আজ সেই কথা বসে বসে শুধু ভাবি
সুযোগ হেলায় হারিয়েছি জানি বেশ
তালা খুলবার চেষ্টা করিনি কখনো
আজও পকেটে পড়ে আছে তার চাবি।