STORYMIRROR

Amaresh Biswas

Tragedy

1  

Amaresh Biswas

Tragedy

চাবি

চাবি

1 min
581


যদি একটু এগিয়ে আসতে আরও

অথবা তোমার হাতটা বাড়িয়ে দিতে

স্বপ্ন সত্যি হত নিশ্চিত তবে

কিন্তু কেন যে এগিয়ে যাইনি নিজে

হাতটা বাড়িয়ে কেন কাছে টেনে নিইনি

সেই কথা ভেবে আজ আর কি হবে।

একটা কথায় হতই কেল্লা ফতে

বলব ভেবেও হয়নি সেকথা বলা

আজ সেই কথা বসে বসে শুধু ভাবি

সুযোগ হেলায় হারিয়েছি জানি বেশ

তালা খুলবার চেষ্টা করিনি কখনো

আজও পকেটে পড়ে আছে তার চাবি।


Rate this content
Log in