বুড়িবালাম এর তীরে
বুড়িবালাম এর তীরে
#নীলাঞ্জনা_প্রকাশনা
#কবিতা_ বুড়িবালাম এর তীরে
#কবিতা_শ্রেণি: গদ্যকবিতা
#১৫/৮/২৩
#কবিতার র_নাম: নিখিল মিত্র ঠাকুর
বুড়িবালাম নদীর তীরে,
ইংরেজ পুলিশ ধরলো ঘিরে,
সঙ্গী সাথে বাঘাযতীন দাঁড়ায় রুখে,
দূরে বেইমান হাসে অর্থ পাবার সুখে।
বাঁধলো গুলির লড়াই,
বাঙালি করে আজ বড়াই,
যুদ্ধের রসদ শেষ হলো যখন,
বিপ্লবীরা সব জীবন দান করলো তখন।
শহীদের রক্তে রাঙা,
সেই স্বাধীনতার মজ্জা ভাঙা,
মুষ্টিমেয় মানুষ কুক্ষিগত রাখে স্বাধীনতা,
প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় না আমজনতা।
অর্থ শক্তির কাছে ,
আর পেশি শক্তির নাগপাশে,
স্বাধীনতা দেখি গুমড়ে গুমড়ে কাঁদে,
আজও সে আবদ্ধ সামাজিক শোষণের ফাঁদে।
পেতে প্রকৃত স্বাধীনতা,
জেগে উঠুক দেশের জনতা,
করতে অন্যায়ের বিরুদ্ধে সমবেত প্রতিবাদ,
মানুষের মনে হোক প্রকৃত স্বাধীনতার আবাদ।
