বসন্তের প্রতীক্ষা
বসন্তের প্রতীক্ষা
এখানে ওখানে ঘুরে বেড়ায়
সন্ধ্যাবেলায় বাসায় ফেরে,
তারপর মুখে মুখ রেখে তারা
একে অন্যকে আদর সোহাগ করে।
শীতে পাতা ঝরার বেলা
ওদের বাসা কোথায় হায়,
কোকিল কোকিলা দুদিকে বসে
দুঃখে হৃদয় ভরায় ।
নীড়হারা পাখি ভুলেছে কি গান
ভুলেছে কি সুরতান,
ভাবে না কি তারা গাছের কথা
যার নেই শিরস্ত্রাণ।
নীড় নেই তবু ফেরে সেখানে তারা
অতীত স্মৃতির টানে,
পাতা ঝরা গাছে কেটে যায় রাত
যত ব্যথা থাক মনে।
ভাবছে বসে শীতের শেষে
আসবে বসন্তের স্থান ,
সবুজ পাতায় নীড় বেঁধে তারা
গাইবে নূতন মধুর গান।

