বসে আছি জীবন ধরে
বসে আছি জীবন ধরে


বসে আছি জীবন ধরে
তোমার মিলন আশায়
থাকো তুমি কোন জগতে
মন যে মরে ভাবায় ।
ক্ষুদ্র জীবন, ক্ষুদ্র আশা
পাই যেন গো তোমার সাড়া
আকার ছাড়া অরূপ তুমি
হেরিয়া আত্মহারা ।
নয়ন সম্মুখে না আসিয়া
হৃদয়মাঝে লুকাও
জনম-মরণ লুকোচুরি খেলা
কাঁদাও কভু বা হাসাও ।
সুখ-দুঃখের কেনা-বেচা
নহে চিরতন সত্য
প্রেমের মাঝারে মিলন তোমার
সৃষ্টি তবু অনিত্য ।
রূপ-যৌবন সবই আবরণ
দ্বীপের দিয়া শোভা
তোমারি চরণে সঁপিয়া পরান
জীবন আলোকপ্রভা ।
হই না ক্ষুদ্র ভূমন্ডলে
থাকবো নাকো দূরে
হিয়ার মাঝারে রাখিতে তোমায়
বাঁধিবো প্রেমের ডোরে ।