বৃষ্টির বিরহ
বৃষ্টির বিরহ
বৃষ্টি বৃষ্টি তোমার কি কোন শেষ নেই?
বৃষ্টি বৃষ্টি তোমার তো কোন দোষ নেই।
তবুও তুমি কেন ঝর সারাটাদিন?
সকাল সন্ধ্যে পর প্রতিদিন।
তোমার দুঃখে ভেসে যায় ধরাতল,
সব কিছু চলে যায় রসাতল।
তবুও তুমি থামাওনা তোমার বিলাপ,
তোমার দুঃখ দেখে আমার হয় মন খারাপ।
শ্রাবন গেল ভাদ্র এল, তবুও তুমি থামলেনা,
বলো আমায় কে করেছে তোমায় এমন অবহেলা।
ঝরে যায় তোমার চোখ দিয়ে শুধুই অশ্রুধারা,
কালো মেঘের ভেলায় ভেসে যাও, দাওনা কাউকে সাড়া।
মনে হয় কেউ তোমায় করে জ্বালাতন,
তাইতো তোমার দুঃখের নেই কোন সমাপন।
বৃষ্টি বৃষ্টি আমি হতে চাই তোমার বন্ধু,
তোমার জীবনের কালো মেঘ সরিয়ে আমি ফোটাবো রামধনু।
ঝিকিমিকি রোদ্দুরে শুরু হবে পাখিদের গান,
বিষাদ মুছে যাবে দুঃখের হবে অবসান।