বর্ষা সুন্দরী
বর্ষা সুন্দরী


ঝম ঝম শব্দে আসে বর্ষা বঙ্গে
মেঘে ঢাকা কালো আকাশ সঙ্গে
পথ ঘাট ফাঁকা।
তুমি এলে সখী বয় প্রেম বন্যা
সুন্দরী ললনা দেবকূল কন্যা
বসে থাকি একা।
সবুজ রঙা জল কলকা শাড়ি,
পড়ে আসে মোর বর্ষা সুন্দরী;
আষাঢ় শ্রাবণে,
মাঠ ঘাট আছে সব জলে ভরে,
নব জলে মাছ জলকেলি করে;
মিলন কামনে।
সাপলা-শালুক টলমল জলে,
ফিকিফিকি হাসে পুকুরে পুকুরে,
নব যৌবনে,
চাষী ভাই খুশী মনে করে চাষ,
বিভোর হয়ে সোঁদা মাটি সুবাস;
আশা ভরা মনে।
কেয়া কদম রচে বাসর ঘর
যেন প্রকৃতির বুকের ওপর
রূপে আর বাসে।
নব বধূ বর্ষা আসবে এখন
তাদের করতে হবে যে বরণ
বঙ্গের আবাসে।
সবুজ চুলে ঢেকে যায় গাছ মাথা,
যেন নবীন যুবক গায় বর্ষা গাঁথা ;
মৃদু সমীরণে।
আহা মরি মরি বর্ষা সুন্দরী
দাও যে প্রকৃতি ভরে বিভাবরী
সুখ ভারী মনে।