বর্ষা অপরিহার্য
বর্ষা অপরিহার্য


অঝোর ধারায় বৃষ্টি পড়ে বর্ষায়,
জোরে জোরে মেঘ গর্জায়,
বৃষ্টি জলাশয় ভরায়,
রাস্তা কাদায়,
ভরে,
ডরে,
কচ্ছপ জলে,
মানুষ ফাঁকা স্থলে,
তবু বর্ষাকে রাণী বলে,
বর্ষা ছাড়া জগৎ সংসার নাহি চলে।
অঝোর ধারায় বৃষ্টি পড়ে বর্ষায়,
জোরে জোরে মেঘ গর্জায়,
বৃষ্টি জলাশয় ভরায়,
রাস্তা কাদায়,
ভরে,
ডরে,
কচ্ছপ জলে,
মানুষ ফাঁকা স্থলে,
তবু বর্ষাকে রাণী বলে,
বর্ষা ছাড়া জগৎ সংসার নাহি চলে।