STORYMIRROR

Madhuri Sahana

Romance

3  

Madhuri Sahana

Romance

বর্ণালী

বর্ণালী

1 min
247


মানুষ আজ বিষাদ ভুলেছে,


ঋতু বসন্তের বর্ণালী উৎসবের আঙ্গিনায় ।


চন্দ্রমার অপরূপ বিচ্ছুরণ ,


শ্রীরাধিকার জ্যোতি হয়ে প্রকাশিত ।


ভুমন্ডলের কুঞ্জে কুঞ্জে ,


পাখির কন্ঠে মুখরিত শ্রীকৃষ্ণের বাঁশি ।


পরাগরেণু বাতাসে মিশেছে আবীর হয়ে ।


এই উৎসব , চিরকালীন রং-এর উৎসব ।


সাদাকালো হারিয়ে গেছে 


লাল হলুদ সবুজ বেগুনী গোলাপী পরিবেশে ।


মানুষ ভুলেছে বিষাদ।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Romance