বৃক্ষ
বৃক্ষ
হে শিশু বৃক্ষ, মাটির তলায়
থাকো যে হয়ে সুপ্ত
আলো ,হাওয়া, গরমের স্পর্শে
ছুড়ে ফেলো ধরার পৃষ্ঠ
দুই পাতা মেলে, নবজীবনে যে তুমি দীপ্ত
ধীরে ধীরে মেলে দিয়ে শাখা-প্রশাখা
পৃথিবীকে করাও হর্ষ
কৈশোরের স্বপ্ন সাকার করে
বুকে টেনে নাও যৌবনের স্পর্শ
যৌবনের আওহানে ফুলে ফলে
হও তুমি মন্ডিত
তোমার সৌন্দর্যে ধরা হয়
সুশোভিত ,মুকুলিত
পৃথিবীবাসীর জীবন যে তুমি
দিয়ে চল সুধা সঞ্জীবনী
এ ধারায় অনন্য তুমি
কে বা হতে পারে তোমার মত গুণী
কতশত নিষ্ঠুরতা সহ্য করেও
শোনাও তুমি আমৃত বাণী
এ ধারার মৃত্যুঞ্জয়ী শক্তি তুমি
তুমি যে ভূমন্ডলের রানী
সঘন বর্ষা আসে তোমার কারণে
ধরিত্রী হয় গো শস্য-শ্যামলা
রুচি চলো তুমি অমর কাহিনী
করিয়া ভুবন আলা
মৃত্তিকা ক্ষয় আটকাতে পারো
বিরাট শক্তির আধার যে তুমি
চিরকালের সখা তুমি মোর
তোমায় দিই গো সেলামি ।।
