বন্ধুত্ব
বন্ধুত্ব
বন্ধুত্ব
আপদে বিপদে যারা থাকে সর্বদা আমার পাশে,
যাদের মনে অনিষ্ট চিন্তা নাহি আসে,
নির্ভর করা যায় দৃঢ় বিশ্বাসে,
দুঃখে কাঁদে সুখে হাসে
কোন মিথ্যা আশে
নাহি ফাঁসে
তারা
ছাড়া
ভাবা যায়না
প্রকৃত বন্ধুর ঘরানা
তারা করেনা কোন বাহানা
বিপদে একা ফেলে পালায় না
বন্ধুর বিপদে হয়না কখনো হায়না
বন্ধুর জন্য জীবন দিতে তারা ভয় পায়না।
