Sanghamitra Roychowdhury

Classics Inspirational

4  

Sanghamitra Roychowdhury

Classics Inspirational

বন্ধুত্ব

বন্ধুত্ব

1 min
753


বৃষ্টির শেষে রোদ আকাশের কোণে করে ঝলমল,

তখনো ছিলো ব্যস্ত বৃষ্টিকণারা চলায় উড়ে উড়ে,

ভেঙে গেছে রোদ সাতরঙে তাদের ওপর পড়ে,

আকাশের একোণ ওকোণ জুড়ে রামধনু জ্বলজ্বল।

পাহাড়ি ঝরনাটা নামে নিয়ে লাখো বুদবুদ টলটল,

ঝিরঝির তিরতির কুলুকুলু স্বরে সে ঝরঝর ঝরে,

দুরন্ত দামাল বেগে নেচে গেয়ে নদী হয়ে মিলবে সাগরে,

পাহাড়ি ঝরনা আকাশজোড়া রামধনুকে ডাকে, চল বন্ধু চল।


(বিষয়:পাহাড়ি ঝরনা)


Rate this content
Log in