বন্ধু ও আড্ডা
বন্ধু ও আড্ডা
আলতামিরার ছাদে বন্দী বাইসন ;
ছটফট করে খ্রী.পূ. যুগের প্রাণ,
জলছবিটা বড় অস্পষ্ট, অচেতন ;
আকাশে বাতাসে ওড়ে ঘ্রাণ।
স্মৃতিগুলো জলের মত বর্ণহীন ;
স্বাদও নেই সাদা ধবধবে পাতায়,
হিংসারা সত্যিই কত হৃদয়হীন ;
সুযোগ পেলে মাথায় চড়ে যায়।
বুদ্ধিদীপ্ত কোন গোধূলি বেলায় ;
মজলিসে বসে ষণ্ড গাভীর দল ,
রাখাল যখন মত্ত থাকে খেলায় ;
গোধূলি হয় যৌবনে উচ্ছ্বল ।
বাইসন একা আলতামিরার গুহায় ;
ছটফট করে; জঙ্গলে চায় যেতে,
হিংসাগুলো বন্ধু সেজে উহায় ;
ক্ষিধের জ্বালা মেটাতে চায় খেতে ।
খ্রীষ্টপূর্ব ষোলটি হাজার বছর ;
হদিশ পায় না কোন ক্যালকুলেটর,
বাইসন মেলে সৃষ্টির গহ্বর ;
বন্ধু ছাড়াই ছোটে আড্ডার মোটর ।
