বিষকন্যা
বিষকন্যা
বিষকন্যা
মানিক চন্দ্র গোস্বামী
সেই যে গোলাপের সুগন্ধের সাথে
দিয়েছিলাম উজাড় করে আমার ভালোবাসা,
গ্রহণ করে তৃপ্ত করেছো আমায়,
সঙ্গে দিয়েছো এক বুক প্রত্যাশা।
চোখের পাতায় রঙিন স্বপ্নগুলো,
পাখা মেলেছে রূপকথারই দেশে,
হাওয়ার দোলায় ময়ূরপঙ্খী মন
উড়ে চলেছে রাজপুত্তুর বেশে।
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে শেষে,
জায়গা পেলো রাজকন্যার হৃদে,
বুকের হাঁপর নেচে ওঠে উল্লাসে,
মোহনা পেলো দিকভ্রান্ত নদে।
হঠাৎ কেমন বাতাস এলোমেলো,
কালো মেঘের নিনাদে বুক কাঁপে,
মত্ত হাওয়ার দাপট ছড়িয়ে দিয়ে
সুপুরুষ এক রাজা এলো ঘোড়া চেপে।
তার চেহারায় ছিল যে কোন জাদু,
এক নিমেষে ঘায়েল হলে তুমি,
গোলাপ তোড়া আমার পানে ছুঁড়ে
নবীন রাজার কপাল দিলে চুমি।
সেই গোলাপের কাঁটার ঘায়ে জ্বলে,
নিষ্প্রভ হলো আমার স্বপ্ন ছবি,
বিষকন্যার বিষ ছড়ালো দেহে,
নিস্তেজ হলো বিশ্বাসী দিন রবি।
