বিসর্জন
বিসর্জন
আজি বিসর্জনের সুরে উমা যাবেন বহুদূরে,
শশুর বাড়ি কৈলাশাতে,
ঢাকের শব্দ সারাক্ষণ বিষাদে ভরায় দেহমন,
এক বছরের অপেক্ষাতে।
ছিলাম আনন্দ খুশিতে পাঁচদিনের তোমার পুজোতে
নাচে গানে আগল ছাড়া,
আজ প্রতিমা বিসর্জনে ছোট্ট বড়ো জনে জনে,
হবে সবাই মাতৃহারা।
মন্ডপে আজ সিঁদুর খেলায় বাঁধে জীবন মিলন মেলায়
যতো বিবাহিত নারী,
আসছে বছর আবার মা'গো এমনি করেই যেন জাগো,
এসো তুমি বাপের বাড়ি।
তোমার আশীর্বাদের হাত আনবে উজ্জ্বল রাঙা প্রভাত,
ভুলিয়ে দুঃখ দুর্দশা,
ভুল বোঝাবুঝির অবসান সকল শত্রুতার হোক প্রয়াণ
এইটুকু করি গো আশা।
যাবে যখন ঠিক করেছিস মা'গো আসছে বছর আসিস
অপেক্ষাতে রইলাম বসে,
প্রণাম জানাই আমি এবার সময় হলো তোমার যাবার,
আশীর্বাদ দাও মা'গো শেষে।
