বিশ্বাসঘাতক
বিশ্বাসঘাতক


দিন যত এগোয়
তোমার প্রতি আস্থা ততোই বাড়ে
একসাথে পথ চলি
সেন্টিমিটার স্কেলে কখনো মেপে
দেখিনি দূরত্ব, কেমন যেন বশ
হয়ে গিয়েছিলাম তোমার,
সেই বশ্যতা আসলে বিশ্বাসেরই
আর এক নাম,
কিভাবে যেন হাত ছেড়ে গিয়েছিল একদিন
তারপর অনেক দিন খবর পাইনি
কিছুদিন কেঁদেছি, খোঁজ করেছি
একসময় সামলে নিয়েছি নিজেকে।
সেদিন শুনলাম, চলার পথ বদলে নিয়েছো
তুমি, অন্য সাথী অন্য কোনো গলি,
আজ একাই আপন গৃহকোণে বসে
জানি অন্ততঃ তোমার মতো বিশ্বাস ঘাতকতা
করবেনা এই পর্ণকুটিরটি।