STORYMIRROR

Rima Goswami

Romance Tragedy Fantasy

3  

Rima Goswami

Romance Tragedy Fantasy

বিরহ

বিরহ

1 min
307

তখন আমি আঠেরো বছর , তুমি হয়ত উনিশ

দুপুর বেলা ছাদে ওঠা , পাই যদি একবার হদিস

আমার লাল ফিতে বাঁধা কলা বিনুনি ,

তোমার হাতে সদ্য উঠেছে সিগারেট ,

ভাবনায় আমার রাত দিন তুমি

সারাদিন আমি তোমার রঙে রঙিন ।

তার পর সেদিন হোলির দিন পড়েছি পরনে শাড়ি

ইচ্ছা একবারও যদি দেখো আমায় মুখ তুলে

লাল , সবুজ , গোলাপী আবির নিয়ে

দুরু দুরু বুকে এগিয়ে গেলাম তোমার বাড়ি দিয়ে

সেখানে গিয়ে দেখি সব রং শেষ করে তুমি

চলে গেছ না ফেরার দেশে , যেখানে সবই হয়ত সাদা

করি বরগা থেকে ঝুলছে তোমার শরীর ,

প্রেমে নাকি তুমি বেরঙ হয়ে আলিঙ্গন করলে মৃত্যু

একবারও কি চেয়ে দেখোনি , পাশের বাড়িতেই

অপেক্ষায় তোমার একটি সদ্য যৌবনা মেয়ে ?

একবারও কি বলতে পারতেনা আমায়

ভরিয়ে দিতাম তোমায় আমার প্রেমের রঙে ।

আমার জন্য কি রইলো তবে ?

তুমি আমায় রাঙিয়ে দিলে সেই তো বিরহের রঙে ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance