বইমেলা
বইমেলা


সাজানো গোছানো রং বেরঙের শব্দের ঘরে
সেদিন ঢুকেছিলাম বাবার হাত টি ধরে !
আসবাবপত্র বাদামী তখন, বাদামী যত্রতত্র
বাবার হাতের লাল বই ছিলো বেশ কিছু !
12 টা বছর পরে
কুয়াশায় ঢাকা জীবন কে ঠেলে ঠেলে পার হয়েছি
এক একটা নিয়ম প্রাক্তন
হাতের সাথে হাত নেই বটে -
আছে কিছু সেই লাল শব্দের আনাগোনা...
মঞ্চে আমি পুরস্কার নিতে চলেছি
হয়তো এটা বইমেলার শেষ দিন,
গল্প লিখে প্রথম হয়েছি যে...
কিন্তু রোজের সাথে মিশে আছে আমার বইমেলা
বাবার সেই বেশ কিছু নিয়ম মেনে
আজও দাঁড়িয়ে আমি
প্রিয় সেই বইমেলায়...