বিধির বিধান
বিধির বিধান
বিধির বিধান তাই ভজি হে তোমারে,
একেলা নিশুতি রাতে রাখি প্রহরায়,
বঙ্গ রূপকার রূপে তোমারে যে মারে,
সে' দীনহীন জনের কিবা এসে যায় ।
আদরের নাম ধরে যে ডাকে ভজন ,
সাধনার পীঠস্থানে মহিম গরীমা,
সার্থক জনম তার ; সার্থক পূজন,
অন্ধকার গৃহমধ্যে প্রদীপ্ত কারিমা ।
স্বনামধন্য বঙ্গের চিকিৎসা জগত,
রাজনীতি পদতলে ঠেকাইছে মাথা,
আজি জন্ম মৃত্যু দিনে করি হে শপথ,
সচেতন চিত্তশুদ্ধি রহে বক্ষে গাঁথা ।
আধুনিক বুদ্ধ রূপে জপি তব নাম,
অঘোরকামিনী দেবী নলিনী বিধান ।
