বিদায় - রাগিণী
বিদায় - রাগিণী
কাচের স্বর্গ তাঁকে দিয়েছিল
ইন্দ্রের সিংহাসনের সুলুক সন্ধান।
শেষ পর্যন্ত 'গণদেবতা' এক্সপ্রেস
পৌঁছে দিয়েছিল তাঁকে
সুউচ্চ শৈল-নিবাসে।
মহানায়কের আকস্মিক মহাপ্রস্থানে
ভেঙে পড়েছিল 'টিনের তলোয়ার'।
ঋত্বিক - সত্যজিতের ছায়া প্রলম্বিত করে
জুলাইয়ের শুরুতেই বাজালেন তিনি
বিদায় - রাগিণী।
-------------
