বিচার
বিচার
কেউ হিরে কি না
তুমি তা ঠিক করো তাঁর ফ্ল্যাট কত স্কোয়ার ফিটের, তা দেখে
সে কতটা ভেল্কি দেখাতে পারে, তা দেখে
তাঁর আকাশ কতটা নীল, তা দেখে।
তুমি জানোই না
যে ছেলেটা নাটক দেখতে আসা দর্শকদের ফিটনগাড়ি পাহারা দিত
সে-ই হয়ে উঠেছিল পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার--- সেক্সপিয়ার
প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ছেলেটি ছিল সামান্য এক হোমগার্ড
কুড়ি বছর পর সেই হিটলারই বাধিয়ে দিয়েছিলেন ধুন্ধুমার যুদ্ধ
হেদিপেঁচিও যাঁর দিকে একবারও ঘুরে তাকায়নি কোনও দিন
সেই সুলেমানেরই ঘর আলো করে ছিলেন বিশ্বসুন্দরী নানজিনা।
কে কখন কোথা থেকে কী যে হয়!
কিচ্ছু বলা যায় না, কিচ্ছু না।
যার একটা কানের লতি দেখার জন্য সবাই উঁকিঝুঁকি মারছে
সামান্য একটু বাতাস তার সব জৌলুস
এক ঝটকায় উড়িয়ে নিয়ে যেতে পারে
পারেই।
কেউ ফিরে কি না ও সব দেখে তুমি বিচার করতে যেও না।