ভুলে যেতে চাই
ভুলে যেতে চাই
অনেকদিন পরে তোমায় মনে পড়লো সেদিন,
সেই রাতের পর এই প্রথম।
তোমার স্মৃতির সাথে কষ্টগুলো
কোথায় যেন বেঁচে ছিল,
একে একে সারি দিয়ে দাড়িয়ে ছিলো
মনের দ্বারে,
বিনা আমন্ত্রণেই তারা চলে এলো
মনের ঘরে।
তোমায় ভুলে গেছি, ভেবেও দেখি
ভুলতে পারিনি,
মনের কোন আঁধার কোণে,
লুকিয়ে ছিলে জানতে পারি নি।
অনেকদিন পর তোমায় মনে পড়লো
সেদিন।
সেই বট গাছটা কি এখনও একই রকম?
আর তোমার পোষা পায়রা গুলো কি সেই আগের মতই করে বকম্ বকম।
আমার হাত ধরে যেমন ছুটতে,
এখনও কি তেমন ছোট আর নতুন
কারো সাথে?
আমার কাছে শুধুই স্মৃতি ছাড়া
আর কিছু নেই তোমার|
সেটাই এখন ভুলে যেতে চাই,
তবু কেনো শুধু মনে পরে
বারবার।