ভুল সংশোধন
ভুল সংশোধন
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
জীবন কিন্তু ডায়েরির পাতায় লেখা একটা গল্প নয়,
ভুলভ্রান্তি হলেও কাটাকুটি করে সংশোধন অসম্ভব;
কিংবা কম্পিউটার বা মোবাইলের কি-বোর্ডও নয়,
এখানে ব্যাকস্পেসের একেবারেই জায়গা নেই,
নির্ভুল থাকার কৌশল হল নিরাপদ দূরত্ব বজায় রাখা,
যাকে বলা চলে পলায়নমুখর কিংবা আত্মকেন্দ্রিক;
ঘটনাচক্রে হাত ফসকে গেলে খাদে পড়ে যেতে হয়,
চলতে থাকে খুব সন্তর্পণে একান্তে আঁধার যাপন,
নিজেকেই সমস্যাগুলো বলে খুঁজে নিতে হয় সমাধান,
অন্যেরা সান্ত্বনা দিতে পারে, লড়তে হয় নিজেকেই;
মাছি যেমন একাগ্রতায় ক্ষতস্থান বা জঞ্জাল খোঁজে,
ঠিক তেমনই অন্যের দুর্বলতাই কিছু মানুষের খোরাক,
ওদের সংকীর্ণতা কুৎসা রটিয়ে আঘাত করে বারেবারে,
সমাল
োচনাগুলোই বরং হোক এগিয়ে চলার পাথেয়,
চাটুকারিতা অনেকেই করে, ভুল ধরিয়ে দেয় ক'জন?
তারাই তো মনে আলো জ্বালিয়ে জাগায় জ্ঞানের বোধ,
সুখের নদীতে আমরা অনবরত ভেসে চলি ভুল স্রোতে,
মিথ্যে স্বপ্ন, ভুল মানুষ, বেহিসেবি সিদ্ধান্তের টানাপোড়েন,
মুখে কুলুপ এঁটে অন্যায় সহ্য করাও আসলে ভ্রান্তিবিলাস;
ভুল বুঝতে পারা শতচ্ছিন্ন মনের সঙ্গী চৈত্রের দারুণ খরা,
জীবনের প্রতি রেখো না কোনও অহেতুক অভিযোগ,
আক্ষেপটুকু আর জমিয়ে রেখো না অন্তরের সোপানে,
জেনো, চলার পথে দুর্ঘটনাই আদপে স্বয়ং পরিত্রাতা;
সংশোধন জীবন থাকতেই হয়, হারালে শুধুই আপশোস;
পরিসমাপ্তিতে বরাদ্দ সেই আগুনঘর কিংবা কবর,
সীমিত আয়তনে ভুল সংশোধনের কোনও জায়গা নেই।