ভিক্ষুকের ক্ষুধা
ভিক্ষুকের ক্ষুধা
প্রতিদিন ঘরে অন্ন জোটে না
হাত পাতি তব দ্বারে,
বিধাতার শাপে মাটিতে নেমেছি
ঘৃনায় দিও না ছুঁড়ে |
ঘর বাড়ি নেই, পরিজন ছেড়ে
রাস্তায় আগমন;
মাথার ওপর আকাশের ছাদ,
নীচে ঘাসের আস্তরণ |
জলে ভিজে আর রোদ্দুরে জ্বলে
শরীর জীর্ণ কাঠ,
ব্যাধির প্রকোপ ভুলে যেতে পারি
তোমরাই দিলে সাথ |
দুবেলা দুমুঠো খাওয়ার ইচ্ছে
তোমার যেমন হয়,
মনের দুয়ারে আঘাতেই জানো
ক্ষিধে আমারও পায় |
তোমার দয়ায় পৃথিবীর বুকে
বাঁচার ইচ্ছে জাগে,
বিষ নজরে দেখো না গো আর
বুকে যে বড্ডো লাগে |
