STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

ভেদাভেদ

ভেদাভেদ

1 min
222


বড় হওয়া জীবনপথে সমস্যা নয় বড়,

মানী-দামি হওয়া সহজ ছলায় হলে দড় |

চাতুরীর বলে লুটে নিয়ে সব অর্থ এবং আশা,

বশ করে যত অভাগার দলে বড় হয়েই আসা |

হতে পারে ধনী পুরুষ, ভাবতে পারে বড়,

নিজের স্থানটি করতে পারে ক্রমেই উচ্চতর |

তবু বড় এবং মানী বলতে আমরা সহজ জানি,

চরিত্রবান হলেই তারে বড় বলে মানি |

দীনে দয়া হোক পরম ধর্ম, অধিকার হোক সমান;

গরিবের পেটে বাড়িয়ে ক্ষুধা, হবে না যে কল্যাণ।

অল্পেতে খুশি দরিদ্র বদন, তোমার হাসির তরে;

কষ্ট, তবুও মাঠে ঘাটে খাটে, সারাটি জীবন ধরে।

পরিশ্রমের ফসলে তোমরা সুফল লুঠছো সদা,

আরাম করো, আয়েস করো, তবু মনের ভেতরে কাদা।

একটু যদি সহযোগিতার বাড়িয়ে দিতে হাত,

ভেদাভেদটুকু থাকতো না আর, রইতো সবাই সাথ।



Rate this content
Log in

Similar bengali poem from Drama