ভেবে দেখো
ভেবে দেখো
1 min
591
পাশ দিয়ে একটা মেয়ে
ছেলের হাত ধরে;
মৃদু হেসে গল্প করে
হাটছে জোরে জোরে।
শিক্ষিত মানুষেরা
অশিক্ষিত মনে;
ছিঃ ছিঃ বলছে মুখে
প্রতি জনে জনে।
ভেবে দেখো শুদ্ধ মনে
একটু গভীর ভাবে,
তোমার বোনের হাত ধরে
তুমিও বেরোবে।।