STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy

4  

Manik Goswami

Drama Fantasy

ভবিষ্যৎ বার্তা

ভবিষ্যৎ বার্তা

1 min
202

বলতে পারি হাত না দেখে

ভাগ্যে আছে কি,

ভবিষ্যতের সকল প্রলাপ

আমিই বকে থাকি ।

 

বলতে পারি জগতের মাঝে

তোমার শেষের দিন,

গুনতে পারি তোমাদের প্রাণ

কতটা হয়েছে ক্ষীণ ।

 

শক্তি আমার অনেক, জানি -

ভবিষ্যতে আবার

বাঁচবে কে আর নতুন করে

কেই বা আছে যাবার ।

 

আজ কে দেবে এলিয়ে গায়ে

আরাম কেদারায়,

কেই বা দেবে লাইন, থাকবে

ফেরার প্রতীক্ষায় ।

 

আশা কার কত ডানা মেলি দূরে,

উড়ছে দারুন বেগে,

বলতে পারি কার আশা লীন

দিবারাত্তির ভেবে ।

 

জানতে পারবে আর কতকাল

মুষ্ঠি ভিক্ষা নিয়ে,

থাকবে বেঁচে পৃথিবীর 'পরে

বিঘ্ন, বিপদ সয়ে ।

 

জানিয়ে দেব তোমাদের যত

অলীক কল্পনা,

কোন পাহাড়ের চূঁড়ায় উঠেও

সফল হবে না ।

 

বলতে পারি কে কে পাবে

চাঁদ - তারাদের মুঠোয়,

কেই বা পাবে ধূলিকণায়

পেয়ে, পাবে বিস্ময় ।

 

অজানার কাছে প্রার্থনা ছেড়ে

হেথা এস একবার,

জানিয়ে দেব আনছে ফারাক

কোন সে কর্ণধার ।

 

আসবে কে কে এস হেথা

আপন ভাগ্যটিরে,

যাচাই করে যাও খুশিমতো

একবার হেথা ঘুরে ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama