STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

4  

Manik Goswami

Classics Fantasy

ভালোমানুষ

ভালোমানুষ

1 min
298

ভালোমানুষ

মানিক চন্দ্র গোস্বামী


কে বলেছে ভালো মানুষ, ভালোমানুষ নই;

ভালোমানুষের তকমা এঁটে, ভালো সেজে রই |

তোমার সাথে হেসে দু'টো কথা বলেছি তাই,

ভাবছো বুঝি অমায়িক আমি, ভুল বুঝেছো ভাই |

তোমার যখন উন্নতি দেখি, আমার হৃদয় জ্বলে;

মনটা তখন ছোট হয়ে যায়, ঈর্ষার কোপানলে |

পরীক্ষাতে তোমার ছেলে ভালো নম্বর পেলে,

নিজের ছেলেকে নির্বোধ ভাবি, বড়ো করি অবহেলে |

তোমার ছেলে চাকরি পেলে, আমারটা নিয়ে ভাবি;

কোনোদিন কি লোকসমাজে মান্যতা তুই পাবি ?

তোমার মেয়ের বড়ো ঘরে বিয়েটা যখন হলো,

একটা রাত্তির আমার শুধু কপাল চাপড়ে গেলো |

আমার মেয়েটা পালিয়ে গেছে বখাটে ছেলের সাথে,

সারা জীবন কাঁদবে জানি সংসার সামলাতে |

তোমার ঘরে অতিথি এলে খুশি আসে ঘর ভরে,

অতিথি ঘরে আসবে শুনে পালাই ঘরটি ছেড়ে |

যখন খোলা মনে গল্পে মাতো বন্ধুদেরই সাথে,

খোশ মেজাজে থাকো দেখি হৈ হুল্লোড়ে মেতে |

এমনিতে আমার বন্ধু বলতে দু'এক জনই আছে;

গল্প বলতে কুচুটেপনা, সমালোচনার ধাঁচে |

বাজারে গেলে সব্জিওলির সঙ্গে ঝগড়া ধরি,

দামটা একটু কমাবো বলে কত না কান্ড করি |

দু'টো পয়সা বেশি দেবার ইচ্ছে জাগে না মনে,

যদিও জানি পেটের দায়ে তারা ভাগ্যকে নেয় মেনে |

তুমি যখন নিজের গাড়ি চালিয়ে অফিস গেলে,

বাসে আমি গলদঘর্ম, বাদুড়ঝোলা ঝুলে |

তোমার চেয়ে মাস মাইনে হয়তো বেশিই পাই,

কেন জানিনা, মন মানেনা, আরও বেশি চাই।

ভদ্রতারই মুখোশ পরে মানসিকতায় ঢাকি,

মনের ঈর্ষা প্রকাশ করিনা, চুপ করে তাই থাকি।

সমস্যাভারে তিতিবিরক্ত, বিষ জমেছে মনে;

তবুও আমরা ভালো মানুষ, পাড়াপড়শি মানে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics