STORYMIRROR

Nikhil Mitra Thakur

Fantasy Inspirational

4  

Nikhil Mitra Thakur

Fantasy Inspirational

ভালোবাসি ভোকাট্টা ঘুড়ি

ভালোবাসি ভোকাট্টা ঘুড়ি

1 min
351

ভোকাট্টা ঘুড়ি তোমায় ভালোবাসি

মৃদুমন্দ বাতাসে তুমি

আমার বাউল মনের উড্ডয়ন,

আশঙ্কার দোদ্যুল আকাশে

চিন্তার আহ্নিক ঘূর্ণন

নিস্তব্ধ গ্রীষ্মের অলস দুপুরে

এলোমেলো ভাবনা

ভালোবাসি,ভালোবাসি ভোকাট্টা ঘুড়ি।


লবণাক্ত জলে তুমি 

শ্বাসমূলের শুদ্ধ বাতাস

অবজ্ঞার অনিশ্চিত বেকার জীবনে 

আশার দিবা স্বপ্ন

যাযাবর নির্ভীক দুর্বার মন

বলে যায় কতো কথা

সমাজের অসাড়তা

ভালোবাসি,ভালোবাসি ভোকাট্টা ঘুড়ি।


উদ্দেশ্যহীন ভবঘুরে পাগলের তুমি 

ভাব গম্ভীর প্রলাপ

হৈমন্তীর বর্ণহীন ঝরাপাতার 

করুণ ভালোবাসা

অভিশপ্ত হরিশচন্দ্র রাজার তুমি,

পোড়া ধূপের সুগন্ধ দান

হার না মানা বিপ্লবীর প্রাণ

ভালোবাসি,ভালোবাসি ভোকাট্টা ঘুড়ি।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy