Souhardhya Pramanick ( নিশাচর)

Drama


3.8  

Souhardhya Pramanick ( নিশাচর)

Drama


ভালোবাসার শহর কলকাতা

ভালোবাসার শহর কলকাতা

1 min 935 1 min 935

রাস্তার ধারে সব মুখরোচক,ফুচকা খাওয়া চাই।

বাস হোক বা মেট্রো ,যাতায়াতে ট্রাম ধরেও যাই।


ভিক্টোরিয়াতে হাতে হাত প্রেমে আবদ্ধ কিছু মুহূর্ত।

এই শহর যেখানে ভালোবাসার হয়না কোনো শর্ত।


বাঙালির বাঙালিয়ানা বেঁচে এই শহর জুড়ে আজ।

সারাদিন সবার অনেক ব্যস্ততা আর ঘনঘটার কাজ।


এই শহর জুড়ে শুধুই আবেগ ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান।

রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে দাদার ল্যাটা ব্যাটে বল শাসন।


এই শহরে এসে দেখো কম হবেনা ভালোবাসার।

সবাই যুদ্ধের মাজেও কারণ খুঁজে দেবে একটু হাসার।


আমাদের ভালো বাসার কারণ কলকাতার এই রাস্তা।

কলেজ স্ট্রিট আর জমে ওঠা কফি হাউসের আড্ডা।


Rate this content
Log in

More bengali poem from Souhardhya Pramanick ( নিশাচর)

Similar bengali poem from Drama